আজকাল ওয়েবডেস্ক: হস্তক্ষেপ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ফলের রস খেয়ে অনশন ভাঙলেন প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র হাতে পাওয়ার পর তাঁরা তাঁদের আন্দোলনে দাড়ি টানলেন। প্রসঙ্গত, এদিনই প্রকাশিত হয়েছে প্যানেল। প্রকাশ করেছেন দক্ষিণ ২৪ পরগণার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (ডিপিএসসি)-এর চেয়ারম্যান অজিত নায়েক। মঙ্গলবার থেকেই এই হবু শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল জানিয়েছেন, ২০০৯-এর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে বহু জট ছিল। প্রথমে ১৫০৬ জন নিয়োগ হওয়ার পর আজ বাকি ৩২৮ জনের প্যানেল প্রকাশের পর নিয়োগপত্র দেওয়াও শুরু হয়েছে। একইসঙ্গে কুণাল জানান, ডায়মন্ড হারবারের এই আন্দোলনকারীরা অনশন, ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে যদি কিছু বিষয় থাকে তবে সেটা নিয়ে তাঁরা চিঠি দেবেন যা চেয়ারম্যান আইনি পরামর্শ নিয়ে বিবেচনা করবেন।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল জানিয়েছেন, ২০০৯-এর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে বহু জট ছিল। প্রথমে ১৫০৬ জন নিয়োগ হওয়ার পর আজ বাকি ৩২৮ জনের প্যানেল প্রকাশের পর নিয়োগপত্র দেওয়াও শুরু হয়েছে। একইসঙ্গে কুণাল জানান, ডায়মন্ড হারবারের এই আন্দোলনকারীরা অনশন, ধর্ণা তোলার অনুরোধে সাড়া দিয়েছেন। ভবিষ্যতে যদি কিছু বিষয় থাকে তবে সেটা নিয়ে তাঁরা চিঠি দেবেন যা চেয়ারম্যান আইনি পরামর্শ নিয়ে বিবেচনা করবেন।
